হাসপাতাল নয়, লাশপাতাল
বাড়তি অর্থ খরচ হবে জেনেও বিড়ম্বনামুক্ত ভালোমানের চিকিত্সার জন্য বরাবরই রোগীদের পছন্দ প্রাইভেট হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার। এ ক্ষেত্রে রাজধানীর কিছু প্রতিষ্ঠান কিছুটা আস্থার পরিচয় দিলেও অধিকাংশ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারই হরহামেশা রোগীদের প্রতারণার মাধ্যমে লুটে নিচ্ছে সর্বস্ব। এ যেন মরণফাঁদ। সুচিকিত্সার পরিবর্তে চলছে অপচিকিত্সা। নিরাময়যোগ্য রোগ-ব্যাধি নিয়ে এসে লাশ হয়ে ঘরে ফেরার আশঙ্কা থাকে এসব হাসপাতালে ভর্তি হলে। এখানেই শেষ নয়। লাশ ঘরে আনতেও কাঁড়ি-কাঁড়ি টাকার বিল পরিশোধ করতে হয়...
Posted Under : Health News
Viewed#: 20
আরও দেখুন.

